ঢাকাসোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

প্রতিবন্ধীদের শিক্ষার বাইরে রাখা যাবে না

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ০৩ ডিসেম্বর ২০১৬ , ১২:১৭ পিএম


loading/img

প্রতিবন্ধী কোনো শিশুকে শিক্ষা কার্যক্রম থেকে দূরে রাখা যাবে না। তাদের শিক্ষার সুন্দর পরিবেশ তৈরি করে দিতে হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে ২৫তম বিশ্ব এবং ১৮তম জাতীয় প্রতিবন্ধী দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধী শিশুদের জন্য কোনো আলাদা শিক্ষা প্রতিষ্ঠান নয়। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বিশেষ ব্যবস্থায় শিক্ষার সুযোগ করে দিতে হবে। অন্যদের চেয়ে আলাদা করে দেখলে তারা কখনো সুস্থ হবে না। তাদেরকে সবার সঙ্গে মেশার সুযোগ দিতে হবে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা দিচ্ছে বর্তমান সরকার। ৭০ হাজার প্রতিবন্ধী শিশুকে প্রতি মাসে ৫০ কোটি টাকা উপবৃত্তি দেয়া হচ্ছে। সাড়ে ৭ লাখ প্রতিবন্ধীকে ৫শ’ ৪০ কোটি টাকা ভাতা দেয়া হচ্ছে। দেশের প্রতি জেলায় ৮৪ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে প্রতিবন্ধী উন্নয়ন কমপ্লেক্স।

প্রধানমন্ত্রী আরো বলেন, প্রতিবন্ধীরা দেশকে সম্মানীত করছে। দেশের জন্য প্রথম স্বর্ণপদক এনে দিয়েছে প্রতিবন্ধীরা। প্যারা অলিম্পিকে ৮৪টি পদক অর্জন করেছে তারা। দেশে সরকারি চাকরি ক্ষেত্রে আওয়ামী লীগই প্রথম প্রতিবন্ধী কোটার ব্যবস্থা করেছে। সরকারি চাকরির প্রথম শ্রেণিতে ৬ ভাগ, তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ১০ ভাগ কোটা রাখা হয়েছে। 

শেখ হাসিনা বলেন, কেউ ইচ্ছে করে প্রতিবন্ধী হয় না। তাদের সুযোগ দিতে হবে। তাহলে তারাও সাধারণ শিক্ষার্থীর মতো বেড়ে উঠবে।

বিজ্ঞাপন

এইচটি/এসজেড

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |